নীলফামারীর কিশোরগঞ্জের শিক্ষার্থীদের শপথ
শিক্ষার্থীরা শপথ নিল, আমরা দুর্নীতি করবো না। গতকাল (৯ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় তারা এ শপথ নেন।
প্রধান অতিথির বক্তব্য রাখার সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক শিক্ষার্থীদের এ শপথ পাঠ করান।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দিবস পালিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান, কিশোরগঞ্জ এপির ব্যবস্থাপক সাগর ডীকস্ত, শিক্ষার্থী তাছনিয়া আকতার প্রমুখ।
এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন বেলুন উড়িয়ে দিবসে উদ্বোধন ঘোষণা করা হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, এনজিও, শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করে।