জেলার খবর

পঞ্চগড়ে আজ তাপমাত্রা ১০ ডিগ্রিতে

পঞ্চগড়
পঞ্চগড়

পঞ্চগড়ে শীতের প্রভাব দিন দিন বৃদ্ধ পাচ্ছে।আজ ভোর বেলা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।এ নিয়ে পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, শনিবার ভোরবেলা তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।গতকাল ভোর বেলা তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পৌষ আর মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরো কমতে থাকবে।

স্থায়ী লোকজন বলেন  পৌষ মাস না পরতেই অনেক বেশীঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেলায় বেশ গরম থাকলেও সন্ধ্যার পর থেকে আবার উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকলে শীত লাগতে শুরু করে। শীতের কাপড় বের করতে হয়েছে। রাত বাড়তে থাকলে শীতের অনুভুতিও বাড়তে থাকে।

এমন আরো সংবাদ

Back to top button