জেলার খবর

কিশোরগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা সভা

কিশোরগঞ্জনীলফামারীর কিশোরগঞ্জে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়েছে।

আজ (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিব। বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি  ফেরদৌস আলম প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, জামায়াতের উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ্, বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।

সভায় কারো মাঝে কোন বিষয়ে ভুল বোঝাবুঝি না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান করা হয়। গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানার আহ্বানও জানানো হয়। সভায় আগামী তিন দিন কোন ধরনের মিছিল, বিক্ষোভ, আন্দোলন না করার অনুরোধ করা হয়। জরুরি কিছু থাকলে প্রশাসনকে অবগত করার আহ্বান করা হয়।

এমন আরো সংবাদ

Back to top button