দেশহাইলাইটস

১২ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে আজ বিকাল ৩টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়া দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন। ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। সর্বশেষ তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। খালেদা জিয়া দীর্ঘ ১২ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন। এছাড়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা রয়েছেন।

এমন আরো সংবাদ

Back to top button