দেশহাইলাইটস

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানী লোক। দেশের প্রতিটি মানুষ তাকে সম্মান করে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ইতোমধ্যে কাজও শুরু করেছেন। রাতারাতি সবকিছু হয়ে যাবে না। তিন মাসের মধ্যে অনেক কাজ করেছেন। শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে।
ফুলগাজী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করেন।
বিএনপি মহাসচিব আরো বলেন সারা দেশের মানুষ খালেদা জিয়াকে মায়ের মত জানে। স্বৈরাচার এরশাদ যখন জনগণের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিল তখন তরুণদের নিয়ে খালেদা জিয়া আন্দোলন করেছেন। সরকারে এসে তিনি দেশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। ছেলে মেয়েদের পড়ালেখার জন্য বিনাবেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন। মেয়েদের চাকরির ব্যবস্থা করেছেন।

এমন আরো সংবাদ

Back to top button