জেলার খবর
উত্তরবঙ্গে বাড়ছে শীতের তীব্রতা
পঞ্চগড় হিমালয়কন্যা খ্যাত এই জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। বিকেলের পর থেকে ভোর পর্যন্ত বেশ শীত অনুভূত হতে শুরু করে উত্তরের এই জেলায়। আজ ভোরবেলা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গত কালকে ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস।
গত কালকে থেকে এই অঞ্চলে শীতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যদিও এখনো তেমন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এই শীতের মধ্যে থেমে নেই কৃষকেরা।নবান্নের ধানে খেতে ছুটছেন কৃষকেরা। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঘরের কৃষাণীরা ও সাধারণ শ্রমজীবী মানুষরা।