জেলার খবর

উত্তরের সাথে রংপুর পীরগঞ্জেও বইতে শুরু করেছে শীতের আমেজ

রংপুর পীরগঞ্জ
রংপুর পীরগঞ্জ

বাংলাদেশের উত্তরাঞ্চলের মতো রংপুর জেলার পীরগঞ্জেও শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় সকাল-বিকেলে ঠান্ডা বাতাসের স্পর্শ মানুষকে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

পীরগঞ্জের বিভিন্ন এলাকায় ভোরবেলা কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। কৃষিজমি ও গাছপালায় জমে থাকা শিশির শীতের উপস্থিতি আরও স্পষ্ট করে তুলছে। স্থানীয় বাসিন্দারা গরম কাপড় বের করতে শুরু করেছেন। বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুরা শীতের শুরুতেই কিছুটা বেশি সতর্কতা অবলম্বন করছেন।

আবহাওয়া অফিসের তথ্য মতে, তাপমাত্রা প্রতিদিনই সামান্য করে কমছে। রাতে তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও, ভোরের দিকে আরও ঠান্ডা অনুভূত হচ্ছে।

গ্রামীণ পীরগঞ্জে শীতের এই আগমন একটি ভিন্ন রূপ নিয়ে আসে। ফসল কাটার ব্যস্ততা, খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, এবং পিঠাপুলি তৈরির উৎসব এই মৌসুমকে প্রাণবন্ত করে তোলে। তবে দরিদ্র ও খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের জন্য শীত কিছুটা কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে।

উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে কথা বলে জানা যায়,শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, এই শীত যেন সবার জন্য সহনশীল এবং আনন্দময় হয়ে ওঠে।

এমন আরো সংবাদ

Back to top button