বরগুনায় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ চলছে
বরগুনা বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ চলছে ।বিভিন্ন এলাকার নদীপাড়ে প্রায় ৮শ ৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ড-পাউবোর তথ্য অনুযায়ী সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন এলাকার প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে ১১শ মিটার। পাউবোর দাবি বর্তমানে এসব বেড়িবাঁধের অল্প কিছু অংশ ঝুঁকিপূর্ণ থাকলেও অধিকাংশ ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত সম্পন্ন করা হয়েছে।
বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব বলেন,বরগুনা যে ৮শ ৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এগুলো আমরা পর্যায়ক্রমে মেরামতের কাজ করি। চলমান বর্ষা মৌসুমে গুরুত্ব অনুযায়ী বিভিন্ন এলাকার প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত করা হয়। এছাড়া বর্তমানে দুটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর অধীনে প্রায় ৫০ কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। তবে বেড়িবাঁধ মেরামত একটি চলমান প্রক্রিয়া, যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে কাজ করা হয়