জেলার খবর
কিশোরগঞ্জের নিত্যপণ্যের বাজারে ইউএনও
নিত্যপণ্যের দ্রব্যের দর যাচাইয়ে কিশোরগঞ্জ প্রধান বাজারে যান উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। তিনি বাজারে ঘুরে ঘুরে দোকানদার ও ক্রেতাদের কাছে বাজার দর যাচাই করেন। এ সময় তিনি বাজার দর অনুযায়ী মূল্য নেয়ার জন্য সকল ব্যবসায়ীদের আহ্বান জানান। বাজার দর যাচাই করার সময় বাবু নামে এক ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে মূল্য বেশি নেয়ায় এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যবসায়ীর এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মঈন খাঁন এলিস।
সহকারী কমিশনার মঈন খাঁন এলিস জানান দ্রব্যের মূল্য বেশি নেয়ায় এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন দ্রব্যের বাজার দর যাচাইয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। মনিটরিং অব্যাহত থাকবে বলেও তিনি জানান।