দেশ
কাজে ফিরেছেন শ্রমিকেরা পরিবেশ স্বাভাবিক রয়েছে গাজীপুরের
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২২ হাজার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে দীর্ঘ ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন। ১১ নভেম্বর রাতে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা ।যার ফলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এখন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেছেন সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি নিয়ে গতকাল বৈঠক শেষে সিদ্ধান্ত হয় টিএনজেড কারখানার শ্রমিকদের ৬ কোটি টাকা প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে। পরে ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এটি দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে। এই সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা। এরপর পর থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।