জেলার খবর

বরগুনার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বরগুনার মাছের পোনা অবমুক্তদেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান করা হয় আমতলী উপজেলা পরিষদের অভ্যন্তরে। আজ দুপুর ১২টার দিকে আমতলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের তত্বাবধানে পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেছেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। এ সময়ে উপস্থিত ছিলেন আমতলীর সহকারী কমিশনার মো. তারেক হাসান, আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

আমতলী উপজেলা মৎস্য অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর ইশরাত হোসেন হিমেল জানান উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয় এবং উন্মুক্ত খালে দেশীয়  প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button