প্রতিদিন যেন দিন দিন অবনতির দিকে হচ্ছে জাদুর শহর, ঢাকা শহর। মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পরছে এ শহর। আর আজ ঢাকা শহর ভয়াবহ বায়ুদূষণে ১৭৪ স্কোর নিয়ে ৬ষ্ঠ অবস্থান করছে।
বায়ুদূষণ পরিস্থিতি নিয়মিত তুলে ধরেন সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে এই প্রতিষ্ঠান।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু।
এদিকে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও চীনের উহান যথাক্রমে ৬৫০ , ৪৫৩ ও ১৮৬ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।