জেলার খবর
রংপুর পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
রংপুর জেলার পীরগঞ্জে যথাযোগ্য জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ২রা নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ শ্লোগান কে প্রতিপাদ্য করে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে পীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ মাহফুজা বেগম স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। জাতীয় দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খাদিজা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা, শিক্ষক ক্রেডিট কো অপারেটিভ ইউনিয়ন সভাপতি ইয়াতিমুল হাসান লিটন ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।