জেলার খবর

নীলফামারীর কিশোরগঞ্জের প্রবাসীরা যেভাবে নিঃস্ব হয়েছে  

নীলফামারীর কিশোরগঞ্জে প্রবাসীরা যেভাবে নিঃস্ব হয়েছে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণা করে একটি চক্র প্রবাসীদের ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আসছে। অভিযোগ উঠায় পুলিশ তৎপর হয়ে উঠে। নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। থানা সূত্র জানায়  কিশোরগঞ্জ উপজেলার নিতাই ও বাহাগিলী ইউনিয়নে থাই জুয়া ও ভিসা প্রতারণার চক্র প্রবাসীদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের ফাঁদে পা দিয়ে প্রবাসীরা নিঃস্ব হয়ে পড়ছে।

চক্রের গ্রেফতারকৃতরা হল বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র শামসুজ্জামান (২৭), একই ইউনিয়নের দুরাকুটি পাগলাটারী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোরছালিন ইসলাম (১৮), একই ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের ওমর গনির পুত্র রাকিব (২৩) ও নিতাই ইউনিয়নের বাড়ীমধুপুর ফুলবাড়ি গ্রামের আবু হামজার পুত্র হাসু ইসলাম (২৫)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন এদের মধ্যে একজনকে আগেও গ্রেফতার করা হয়েছিল। তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button