অর্থনীতিজেলার খবর

রাঙ্গামাটিতে ন্যায্যমূল্যে খোলা বাজার উদ্বোধন

রাঙ্গামাটিতে খোলা বাজার উদ্বোধন দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে রাঙ্গামাটিতে আজ ন্যায্যমূল্যে খোলা বাজারের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বাজার টাস্কফোর্সের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচালনায় রাঙ্গামাটি পৌরসভা মার্কেট প্রাঙ্গণে ন্যায্যমূল্যে খোলা বাজার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমথ।

খোলা বাজারে ন্যায্যমূল্যে ডিম, আলু, লাউসহ বিভিন্ন সবজি বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ মানুষের চাহিদা অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এমন আরো সংবাদ

Back to top button