জেলার খবর

রংপুর পীরগঞ্জে জামায়াতের স্বরণকালের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রংপুর পীরগঞ্জে জামায়াতের রংপুরের পীরগঞ্জে জামায়াতে ইসলামী পীরগঞ্জ শাখার স্বরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা যে হত্যাকান্ড চালিয়েছিল সে সব হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ২৮  অক্টোবর পীরগঞ্জ উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ দিকে বিক্ষোভ মিছিল শুরুর পুর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ শাখার উদ্যেগে পীরগঞ্জ উপজেলা সদর বাস স্ট্যান্ডে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের রংপুর জেলা মজলিশের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান প্রমুখ ।

সভায় বক্তারা বলেন জামায়াতে ইসলামী দীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আর এ রাজনীতি করতে গিয়ে আওয়ামী দুঃশাসনের আমলে আমাদের দলের অনেক নেতা কর্মী নিহত হয়েছে। যার আজও কোন বিচার হয়নি। বিগত ১৫/১৬ বছর জামায়াতের নেতা কর্মিদের উপর আওয়ামীলীগ যে নির্যাতন চালিয়েছে তা ভোলার নয়। মহান আল্লাহ শেখ হাসিনাকে তার প্রতিদ্বান দিয়েছেন। শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন। এর জন্য আমরা মহান আল্লার কাছে শুকরিয়া আদায় করছি।

জামায়াতের এ বিক্ষোভ মিছিলটি ছিল স্বরণকালের। মিছিলটি উপজেলা সদরের পুরো উপজেলা সদর পরিপুর্ণ হয়ে যায়। বেশ ক’জন গণমাধ্যম কর্মী ও প্রবীণ ব্যাক্তি তাদের মন্তব্যে বলেন ইতিপুর্বে এত বড় মিছিল উপজেলা সদরে কমই হয়েছে ।

এমন আরো সংবাদ

Back to top button