জেলার খবর

নীলফামারী কিশোরগঞ্জে অগ্নিকান্ড

নীলফামারী কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ১৩ ব্যবসায়ীর দোকান পুড়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাজারে। জানা যায় কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাজারে মতিয়ার রহমানের মার্কেটের সুজা চৌধুরীর দোকানে ২২ অক্টোবর ভোর বেলা বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে নিমেষেই ১৩ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়। এতে ক্ষয়ক্ষতি ১৬ লক্ষ টাকা হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যাওয়া ‍ফলে এলাকাবাসীর সহায়তায় দোকানের মালামাল ও দোকানে রক্ষিত নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামাল ও নগদ টাকার পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা।

উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী হক বলেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খোঁজখবর নেয়া হয়েছে। আমরা সরকারীভাবে সহায়তা করার চেষ্টা করছি। ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button