জেলার খবর

নীলফামারীর কিশোরগঞ্জে ১২ হাজার মেয়ে পাচ্ছে জরায়ুমুখ ক্যান্সার রোধে টিকা

জরায়ুমুখ ক্যান্সার রোধে টিকা
Exif_JPEG_420

এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন স্লোগানে শুরু হচ্ছে জরায়ুমুখ রোধে টিকা প্রদান ক্যাম্পেইন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েরা এ টিকা পাবে। ফলে উপজেলায় ১২ হাজার মেয়েকে এ টিকা বিনামূল্যে প্রদান করা হবে বলে আজ  হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান বিষয়ে উপজেলা সমন্বয় সভায় জানানো হয়।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। উপস্থিত ছিলেন ডাঃ বি. এম. তানজিমুল হক, ডাঃ মহিমা রঞ্জন রায় প্রমুখ। এছাড়া সমন্বয় সভায় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button