প্রবাস

মিশরে ফিলিস্তিনি শরণার্থীদের পাশে বাংলাদেশের বিএম সাবাব ফাউন্ডেশন 

মুঈন তাজদীদহাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়ে শরনার্থী হয়ে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ মিশরে। মিশরে আশ্রয় নেওয়া সকল অসহায় ফিলিস্তিনি শরনার্থীদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আর্থিক সহায়তায় সহযোগিতা করে আসছে বাংলাদেশের বেশ কয়েকটি মানবিক সংস্থা।

সম্প্রতি বাংলাদেশের মানবিক সংস্থা বিএম সাবাব ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বাপ্পি-শাকিলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম মুহিবুল ইসলাম সাবাব মিশর সফরে আসেন তাদের পাঠানো অনুদান পরিচালনার কার্যক্রম পরিদর্শনে। তার এই সফরকে ঘিরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মানবিকতা সংস্থা ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন ও আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে।

এসময় ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনে সহযোগিতায় মিশরে ২৫টি ফিলিস্তিনি শরণার্থী পরিবার ও সিরিয়ান কয়েকটি পরিবারের মাঝে এক মাসের ভরণ পোষণ নিশ্চিত করতে তাদের মাঝে নগদ অর্থ প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেন ।

বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুহিবুল ইসলাম সাবাব জানান অষ্ট্রেলিয়া ভিত্তিক বাংলাদেশী মানবিক সংস্থা বাপ্পী শাকিলা ফাউন্ডেশন ফিলিস্তিনের ২৫টি পরিবার থেকে ২৫জন বাচ্চার ১৮ বৎসর পর্যন্ত ভরন পোষন ও শিক্ষার দায়িত্ব নিবে।

তিনি আরো জানান ফিলিস্তিনি স্বরনার্থীদের দুয়ারে দুয়ারে বাংলাদেশি ও প্রবাসীদের প্রেরিত ভালোবাসা পৌঁছে দিতে একযোগে কাজ করবেন।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button