শিক্ষাহাইলাইটস

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন যেভাবে করবেন

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন যেভাবে করবেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। এই আবেদন শুরু হবে আজ বুধবার (১৬ অক্টোবর) থেকে, চলবে ২২ অক্টোবর পর্যন্ত। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু টেলিটক সিম ব্যবহার করে মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। তবে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে প্রতি পত্রের জন্য ফি দিতে হবে ১৫০ টাকা।

ফল পুনঃনিরীক্ষণ আবেদনের প্রক্রিয়া

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘RSC’ লিখে স্পেস দিয়ে ‘বোর্ডের নামের প্রথম তিন অক্ষর’ লিখে স্পেস দিয়ে ‘রোল নম্বর’ লিখে স্পেস দিয়ে ‘বিষয় কোড’ লিখে পাঠাতে হবে ‘১৬২২২’ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। পরে ‘RSC’ লিখে স্পেস দিয়ে ‘YES’ লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি ‘মোবাইল ফোন নম্বর’ লিখে ‘১৬২২২’ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেসব বিষয় দুইপত্রের সেক্ষেত্রে দুটিতেই শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

এমন আরো সংবাদ

Back to top button