বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন কিশোরগঞ্জের শাহনেওয়াজ শাহ্
রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহনেওয়াজ শাহ্। জাতীয় পর্যায়ে এ পদকের শ্রেষ্ঠত্ব অর্জনে হাতছানি দিচ্ছে এ সহকারি শিক্ষকের। শাহনেওয়াজ শাহ্ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি প্রথম ২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। এরপর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি শিক্ষক হয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন।
এখন শুধু জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হতে পারলেই প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর দেশ সেরা সহকারি শিক্ষকের শ্রেষ্ঠত্ব অর্জন করবে এ শিক্ষক।
বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্ বলেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চেষ্টা করব দেশ সেরা সহকারি শিক্ষক নির্বাচিত হতে। প্রত্যাশা ও আত্মবিশ্বাস রয়েছে শ্রেষ্ঠত্ব অর্জনে। এজন্য কিশোরগঞ্জবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন এ শিক্ষক। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন এটি কিশোরগঞ্জ উপজেলাবাসীর জন্য আনন্দ ও সুখবর।