জেলার খবর

রংপুর পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রংপুর পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত৫ অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র্র্যালী,আলোচনা ও গুনী শিক্ষক সংবর্ধনা উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হাসান মন্ডল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলা আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমদ সোনা,পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন ও অন্যান্য প্রমুখ।

সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদনা
মো: রতন মিয়া

এমন আরো সংবাদ

Back to top button