জেলার খবর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হলো কিশোরগঞ্জে
নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। ৬ অক্টোবর উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য রেলি হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন গাড়াগ্ৰাম ইউপি তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আহসান হাবিব খান পাইলট। বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বড়ভিটা ইউপি চেয়ারম্যান প্রমুখ।