প্রবাসশিক্ষা

মিশরে এমফিল ডিগ্রি অর্জন করলেন‌ কক্সবাজারের আক্তার কামাল

আফছার হোসাইন (মিশর প্রতিনিধি) মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন বিশ্ববিদ্যালয়টির ইসলামিক বিজ্ঞান বাংলাদেশি শিক্ষার্থী গবেষক আক্তার কামাল আজহারী। তিনি কক্সবাজার জেলা, উখিয়া থানা, রত্না পালং ইউনিয়ন, খোন্দকার পাড়া গ্রামের মরহুম শামসুল আলম এর পুত্র। আক্তার কামালের গবেষণার বিষয় ছিল আধুনিক ইলেকট্রনিক মাধ্যমে চুক্তি সম্পাদন করে ক্রয় বিক্রয়ে বাংলাদেশে এর প্রয়োগে তুলনা মূলক ফিক্বহী অধ্যয়ন।

রাজধানী কায়রোর মদিনাতুল নাসর উলুমুল ইসলামিয়া ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গবেষণার প্রধান সুপারভাইজার ড. ফারাজ আলী আল সায়্যিদ আনবার এবং প্রমুখ। দীর্ঘ সাড়ে তিন ঘন্টা আলোচনার পর সুপারভাইজারগন সম্মিলিত সিদ্ধান্তে গবেষক আকতার কামালকে সর্বোচ্চ ফলাফল মার্ক প্রদান করে উত্তীর্ণ ঘোষণা করেন। এসময় হল ভর্তি দেশী বিদেশী শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button