জেলার খবর

করতোয়ার মুগ্ধ করা কাশফুলের হাতছানি

রংপুর পীরগঞ্জে

আর কাশফুল শরতের মধ্যে অন্যতম।
আর মধ্যে অন্যতম।

রংপুর পীরগঞ্জের মুগ্ধ করা কাশফুলের প্রকৃতির অপরুপ সৌন্দর্যে ঘেরা করতোয়া নদীর চর। উপজেলার করতোয়া নদীর পাড়ে ঘুরে দেখা যায় সাদা মেঘ যেন কাশফুল হয়ে মাটি স্পর্শ করেছে। কাশফুলের এমন সৌন্দর্য এলাকাবাসীসহ দর্শনার্থীর মন কেড়ে নিয়েছে। দূরদূরান্ত থেকে ছুটে আসছে হাজারো দর্শনার্থী। কাশফুলের সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থীরা কাশফুলের সাথে ছবি তুলতে ব্যাস্ত হয়ে পড়েছে।

তাহাজুল নামের এক শিক্ষার্থী কাশ ফুল দেখতে এসে বলেন প্রকৃতির সৌন্দর্যর তুলনা হয়না। এই কাশফুল প্রকৃতির বুকে ভিন্ন রকম। পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছুমাইয়া রিপা ঘুরতে যাওয়াই জানান, কাশফুল বালু মিশ্রিত মাটিতে প্রচুর জন্মায়। প্রকৃতিতে শরৎ এসেছে তা কাশফুল না ফুটলে বোঝা যেত না। শরতের সৌন্দর্য যেন এই কাশবন।

স্থানীয় কয়েকজন জানান গ্রামবাংলার প্রকৃতি পাল্টে যাচ্ছ দিনদিন। উজার হচ্ছে গাছপালা। ভরাট হচ্ছে জলাশয় নদনদী পাড়ের মাটি। প্রতিবছরেই নদনদীর মাটি বিক্রি করছে অনেকেই। এতে করে নদীপারের ভারসাম্য হারাচ্ছে। এদের কবলে কাশফুল হারিয়ে যেতে বসেছে। অতীতের মতো কাশফুল চোখে পড়ে না বর্তমানে। প্রকৃতিতে শরৎ আসে নতুন রুপ নিয়ে। আর কাশফুল শরতের মধ্যে অন্যতম। আকাশে ভেসে বেড়ায় খন্ড খন্ড মেঘ। মেঘের ফাঁকে গেলেই দেখা যায় স্বচ্ছ নীল আকাশ এবং ভোরের হালকা শিশির মাজে মাঝে হালকা কুয়াশাভার জানান দেয় দুয়ারে।

সম্পাদনা
মো; রতন মিয়া

এমন আরো সংবাদ

Back to top button