সিডস ফর দ্য ফিউচারের আঞ্চলিক পর্বে অংশ নিতে চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা
হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ এর ১০ জন বিজয়ী এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য চীন সফর শুরু করেছে। এক সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে তারা ডিজিটাল ট্যালেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি চীনের নানিং, শেনজেন ও ডঙ্গুয়ানে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ,ইন্টারনেট অফ থিংস ও স্মার্ট সিটির উপর প্রশিক্ষণ পাবে। এই বছর বাংলাদেশে প্রতিযোগিতাটিতে ১৮৫০ জনেরও বেশি শিক্ষার্থী আবেদন করে।
বাংলাদেশের এই দলের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এর মোহাম্মদ ফাসিউল আবেদীন খান, কুয়েট এর অর্পা সাহা, বুয়েট এর শেখ মুনকাসির আহমেদ রাফীদ, এইউএসটি এর মাশফিহা মাহি, এআইইউবি এর মারিয়া নাওয়ার, আইইউটি এর সামিহা মাসুদ, রুয়েট এর তাসফিয়া জান্নাত তাসফি, রুয়েট এর মো. ইমতিয়াজ আরেফিন, বিইউপি এর জারিন রহমান এবং আইইউটি এর রাইয়ান ইবনে হোসেন।
হুয়াওয়ে সাউথ এশিয়া এর হেড অফ মিডিয়া তানভীর আহমেদ বলেন,হুয়াওয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে ক্ষমতায়ন করতে চায় যাতে তারা বাংলাদেশে প্রযুক্তির রূপান্তর ও উদ্ভাবনের চালিকাশক্তি হতে পারে। গত ১১ বছর ধরে হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে এই সুযোগ দিয়ে আসছে।এই প্রোগ্রামটি শিক্ষার্থীদেরকে নতুন চিন্তা করতে ও নতুন উদ্ভাবন নিয়ে আসতে অনুপ্রেরণা দিচ্ছে। আমি নিশ্চিত যে, আঞ্চলিক পর্বে ১০ শিক্ষার্থী দক্ষতা ও জ্ঞান অর্জন করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে। ২০১৪ সালে বাংলাদেশে চালু হওয়ার পর থেকে এই প্রতিযোগিতা তরুণদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে অর্জনের সুযোগ দিয়ে আসছে। সারা বিশ্বে ১৫,০০০ এরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছে।