শিক্ষা

রোববার থেকে রাবিতে ক্লাস-পরীক্ষা শুরু

রোববার থেকে রাবিতে ক্লাস-পরীক্ষা শুরুরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে। ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিক। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। কোষাধ্যক্ষ অবায়দুর রহমান বলেন, আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে।

এ ব্যাপারে উপাচার্য ড. সালেহ হাসান নকীব বলেন,”শিক্ষার্থীদের প্রধান কাজ হলো পড়াশোনা। আমি চাই দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হোক এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাক।” প্রসঙ্গত, গত ২৮ জুন ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় চালু হয়। তবে পেনশন নীতিমালা বাতিলের দাবিতে আবার ১ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এমন আরো সংবাদ

Back to top button