শিক্ষা
নতুন কারিকুলাম বাতিলের দাবিতে রাজধানীর স্কুলে স্কুলে বিক্ষোভ শিক্ষার্থী ও অভিভাবকদের
নতুন কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। আসন্ন এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে আগস্টেই নতুন পাঠ্যবই ছাপিয়ে সেপ্টেম্বরের মধ্যেই নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়ার দাবি জানানো হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী কায়দায় শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ওই কারিকুলাম দেশবাসীর ঘাড়ে চাপিয়ে দেয় বলে অভিযোগ করেন, অভিভাবকরা।
মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজের গেটের মানববন্ধন থেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও নওফেলসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেন অভিভাবকরা। তারা বলেন, বিতর্কিত এই কারিকুলামের মুল হোতা এনসিটিবির চেয়ারম্যান। বিদেশী অনুদান আত্মসাতের জন্যই তিনি জাতির শিক্ষা ব্যবস্থা ধংসকারী এই কারিকুলাম তৈরি করেন।