জেলার খবর

কিশোরগঞ্জে নিমিষেই জনজীবনে স্বস্তি 

আবু হাসান শেখকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
Exif_JPEG_420

নিমিষেই জনজীবনে স্বস্তি। প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরের পর পরই আতংক কেটে আনন্দে রুপ নিয়েছে কিশোরগঞ্জ উপজেলাসহ গোটা জেলা। আনন্দ উল্লাসের পাশাপাশি সকল দোকান পাট খুলছে ব্যবসায়ীরা। যানবাহন চলাচলসহ জনজীবনে ফিরেছে স্বাভাবিক অবস্থা। নির্বিঘ্নেই চলাচল করছে সাধারণ জনগণ। জনগণের মুখে ফুটেছে হাসি।

সোমবার (৫ আগষ্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা দুপুর থেকে স্থানীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। এসময় জনমনে আতংক বিরাজ করে। দোকান পাট ছিল বন্ধ। রাস্তায় জনগণের চলাচলসহ যানবাহন শূন্য ছিল। কিন্তু বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন খবর পেলে ছাত্র জনতা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় সাধারণ জনতা স্বতঃস্ফূর্ত হাসিমুখে বাড়ি থেকে বের হয়ে মিছিলে অংশ নেয় এবং উল্লাস করেন।  প্রায় চার সহস্রাধিক ছাত্র জনতা আনন্দ মিছিলে উল্লাস করেন। এরপরেই কিশোরগঞ্জসহ গোটা জেলায় জনমনে স্বস্তি ফিরে আসে। যেন জনগণ স্বাধীন হল। নিমিষেই বন্ধ দোকান পাট খোলা হয়। রাস্তায় সাধারণ পথচারীরা নির্বিঘ্নেই চলাচল শুরু করেন। শূন্য রাস্তায় যানবাহনও বের হয়। জনজীবনে নিমিষেই ফিরে আসে স্বাভাবিক অবস্থা। ছাত্র জনতাসহ সকল পেশার মানুষের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। পথচারী অনেকে বলেন- আমাদের জীবন অতিষ্ঠ হয়েছিল। সব সময় আতংক বিরাজ করছিল। এখন আর আমাদের ভয় নেই। নির্বিচারে ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভয়ও নেই। তাই আমরা স্বস্তি পাচ্ছি।

অন্যদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে বিভিন্ন স্থানে মিষ্টি খাওয়ার দৃশ্যে চোখে পড়েছে। অনেকে মিষ্টি বিতরণ করছে। এ যেন স্বাধীন স্বস্তির দেশ ফিরে পেল ছাত্র জনতা।

এমন আরো সংবাদ

Back to top button