শিক্ষা

জেডএনআরএফ ইউনির্ভাটির ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পথশিশুদের উপহার বিতরণ

জেডএনআরএফজেডএনআরএফ ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা তাদের পকেট খরচ বাচিঁয়ে আজ বুধবার ৩রাা এপ্রিল ২০২৪ হাতিরঝিলের পথশিশুদের উপহার হিসাবে শিক্ষা উপকরণ বিতরণ করে। উপহার পেয়ে এইসকল শিশুরা অত্যন্ত খুশি হয় এবং তাদের  খুশিতে ইউনির্ভাসিটির ছাত্রছাত্রীরাও ঈদের খুশিতে নেচে ওঠে। শিক্ষা উপকরণ প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি, শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ। এছাড়াও পথশিশুদের এই উপহার বিতরন অনুষ্ঠানে যেসকল ছাত্রছাত্রীরা তাদের সময় এবং শ্রম দিয়ে সফল করে তুলেছে তাদের মধ্যে সাব্ব্রি, মাহির, ন্সেহা, অন্নি, নাছিরা, তানজিমুল উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানটিকে সফল করে তুলতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন তারা সবাই নতুন প্রজন্মের সন্তান। ইউনির্ভাসিটির এই ছাত্রছাত্রীরা মানবিকতা এবং ভালোবাসায় এই দেশ গড়ার প্রত্যয়ে নিজেদের এগিয়ে নিচ্ছে।

 

এমন আরো সংবাদ

Back to top button