প্রবাস

দেশ ও কমিউনিটির সুনাম অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে “সি আর সি আই পিটি”

413পর্তুগালের সুনামধন্য সংগঠন সিআরসিআইপিটি র আয়োজিত কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে একথা বলেন সংগঠনটির সভাপতি আবু নাঈম মু.শহীদুল্লাহ। রবিরার লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় ফুডগার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী হাফেজ মোস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি রানা তসলিম উদ্দিন, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মু. মোশারফ হোসাইন, সেক্রেটারী শাজেদুল আলম।
আরো বক্তব্য রাখেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি, ফরিদ আহমাদ পাটোয়ারী সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, সেক্রেটারী রাসেল আহম্মেদ, বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন অব পর্তুগাল এর সভাপতি রুবেল আহমদ, এস এম জাবেদ সরকার, শমাসুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলের পূর্বে বক্তারা সংগঠনের কমিউনিটি উন্নয়নে নেওয়া বিগত দিনের নানান কার্যক্রম তুলে ধরে তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরো বেশী বেশী করে আয়োজনের পরামর্শ দেন।
সিআরসিআইপিটি পর্তুগীজ সরকারের একটি ধর্মীয় সংগঠন হিসেবে নিবন্ধন রয়েছে এবং এর অধিনে মাতৃ মনিজ জামে মসজিদ পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি কমিউনিটির সচেতনতা মূলক বিভিন্ন কাজ বিশেষ করে বাংলাদেশী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, করোনা মহামারীর সময়ে জরুরি খাদ্য সহযোগিতা, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ সহ নানা জনমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসময় সংগঠনের নেতারা বাংলাদেশ কমিউনিটি ও ইসলামের সৌন্দর্য স্থানীয় মানুষ জনের কাছে তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন। প্রেস ক্লাব সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা এই সংগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় অংশগ্রহণ এবং সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

এমন আরো সংবাদ

Back to top button