জেলার খবরহাইলাইটস

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে প্রতিদিন ১’শ বার কোরআন শরীফ খতম

5452১৫ আগস্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধিভুক্ত ১৯টি এতিমখানায় কোরআন শরীফ খতম চলছে। গত ১লা আগস্ট থেকে প্রতিদিন ১’শ বার কোরআন শরীফ খতম করা হচ্ছে। আজ ১৫ আগস্ট শেষ হবে।

 আগস্ট মাস বাংলাদেশের শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদাৎ বরণ করেন। এবারে ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত হবে। এ জন্য পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার দফতর থেকে সরকারী সুবিধাপ্রাপ্ত উপজেলার ১৯ টি এতিমখানার কর্তৃপক্ষকে প্রতিদিন ১’শ খতমে কোরআন করার নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী গত ১লা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন ১’শ বার কোরআন শরীফ খতম করা হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন উপজেলার গোপীনাথপুর মজিদিয়া এতিমখানায় ১০ খতম, কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া এতিমখানায় ৮ খতম, তরফমৌজা মহিলা এতিমখানায় ৫ খতম, মানাসি ফরিদপুর এতিমখানা ও জাফরপাড়া এতিমখানায় ৩ খতম করে কোরআন শরীফ খতম করা হচ্ছে।

উপজেলার গোপীনাথপুর মজিদিয়া এতিমখানার মোহতামিম হাফেজ রফিকুল ইসলাম ফারাজি বলেন, আমরা সরকারি নির্দেশনা মেনে কোরআন খতম করছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করতেন এতিমখানাগুলোতে প্রতিদিন ১’শ খতম করে ১৫ দিন কোরআন শরীফ খতম করে নেয়া হয়েছে। ১৫ আগস্ট দেয়া মাহফিলে তা বখসে দেয়া হবে।

এমন আরো সংবাদ

Back to top button