জেলার খবরহাইলাইটস

জয়পুরহাটে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

marজয়পুরহাট: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। কিং কুইন জিমের আয়োজনে এবং জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, জেলা পুলিশের সহযোগিতায় আজ শুক্রবার সকালে সার্কিট হাউজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, প্রতিযোগিতার মুল আয়োজক কিং কুইন জিমের পরিচালক আমানুল্লাহ আমান।
সকাল আটটা দশ মিনিটে শহর থেকে দশ কিলোমিটার দুরে বটতলী ব্রীজ থেকে শুরু হয়ে পুলিশ লাইনস গেইটে শেষ হয় এই দৌড়। প্রতিযোগিতায় মাত্র ২৭ মিনিট সময় নিয়ে প্রথম হন জয়পুরহাটের তানভির রহমান সিয়াম, ২৯ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হন সিরাজগঞ্জের প্রশান্ত ক্যারকাটা এবং ৩০ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন জয়পুরহাটের তাওহীদুল ইসলাম। পরে পুলিশ লাইনস মিলনায়তনে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতি তিতাস মোস্তফার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কমউিনিটি পুলিশিংএর সদস্য সচিব বাবু নন্দলাল পার্শী, জেলা পরিষদের সদস্য সুমন কুমার সাহা, সাংবাদিক আবদুল আলীম, জেলা সিনিয়র রোভার মেট সালেউর রহমান সজিব প্রমুখ। এই দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ¯থান ছাড়াও ৯০ জন অংশগ্রহনকারীর মধ্যে সেরা দশ জনকে প্রাইজমানি ও মেডেল দেওয়া হয়।

সম্পাদনা
এস এম শফিকুল ইসলাম

এমন আরো সংবাদ

Back to top button