মহামারি করোনাভাইরাস মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ ওই র্যাঙ্কিংয়ে ৮৪তম অবস্থানে রয়েছে। সবচেয়ে ভালোভাবে মহামারি পরিস্থিতি মোকাবিলা করে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড এবং শীর্ষ দশের বাকী দেশগুলো হলো ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রুয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলঙ্কা।
অন্যদিকে, ব্রাজিলের করোনা ব্যবস্থাপনা সবচেয়ে বাজে হওয়ায় দেশটি ৯৮তম অবস্থানে রয়েছে। ব্রাজিলে করোনায় দুই লাখ ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ রোগে সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্যবস্থাপনায় নাজুক অবস্থা বিবেচনায় ব্রাজিলের সঙ্গে র্যাঙ্কিংয়ের নিচের দিকে রয়েছে মেক্সিকো, কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাম।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি তৈরিতে মোট আক্রান্ত, এই রোগে মৃত্যু ও নমুনা পরীক্ষাসহ ছয়টি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ছাড়া প্রকাশ্যে পর্যাপ্ত তথ্য না থাকায় করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া দেশ চীনকে র্যাঙ্কিং থেকে বাদ রাখা হয়েছে।