এন্টারটেইনমেন্ট

প্রকাশ্যে মোশাররফ করিমের ‘ডিকশনারি’র ট্রেইলার

মোশাররফ করিম
মোশাররফ করিম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রথম কলকাতার সিনেমা ‘ডিকশনারি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। বিশিষ্ট নাট্যকার ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসুর পরিচালনায় প্রথম বার কলকাতার সিনেপর্দায় দেখা মিলবে বাংলাদেশের এই তারকাকে। কয়েক দিন আগে এ সিনেমার ফার্স্ট লুক টিজার প্রকাশ পেয়েছিল, এবার মুক্তি পেল ট্রেইলার। ফ্রেন্ডস কমিউনিকেশন ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ট্রেইলারটি। ‘ডিকশনারি’ সিনেমার শুটিংয়ের জন্য গেল বছরের ৭ মার্চ কলকাতায় যান মোশাররফ করিম। শুটিং শেষ করে ১৬ মার্চ আবার ঢাকায় ফেরেন। এরপর গেল বছরের ডিসেম্বরের শুরুতে সিনেমাটির ডাবিংয়ে অংশ নিতে আবার কলকাতা যান এই অভিনেতা।

‘ডিকশনারি’ সিনেমায় বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছেন আবির চ্যাটার্জি, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু ও চিত্রনায়িকা নুসরাত জাহান। এ ছাড়া রয়েছেন অর্ণা মুখোপাধ্যায়, ফাল্গুনী চ্যাটার্জি, মধুরিমা বসাক, সাগ্নিক চৌধুরী প্রমুখ।

কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

গল্পে মোশাররফ করিমকে এক নব্য ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছে। সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন।

এমন আরো সংবাদ

Back to top button