জেলার খবর

কাহারোলে বাদাম বিক্রেতার ছেলে পেয়েছে জিপিএ-৫

দিনাজপুরের কাহারোল উপজেলার বুলিয়া বাজার কলেজ থেকে মনিরুল ইসলাম এবার এইচ,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মনিরুলের পিতা মোঃ জিয়ারুল হক একজন বাদাম বিক্রেতা। এ অসাধারণ কৃতত্বের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে তার শিক্ষা সহায়তার জন্য তাকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ ৫ হাজার টাকা প্রদান করেন। মনিরুলের পিতা মোঃ জিয়ারুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, আমার ৩ ছেলেমেয়ের মধ্যে ১ ছেলে ২ মেয়ে। ৩ জনই লেখাপড়া করে। আমার একমাত্র সংসারের উপার্জন এই বাদাম বিক্রি। বাদাম বিক্রি করে আমার পক্ষে সংসার পরিচালনা করা ও ছেলেমেয়েদের লেখাপড়ার ভার বহন করা খুবই কষ্টকর। আমি খুব কষ্ট করে মানুষের কাছে হাত পাতিয়ে মনিরুলের লেখাপড়া চালিয়ে এসেছি। তাই এখন মনিরুলের উচ্চ শিক্ষার জন্য কি করিব আমি দিশেহারা হয়ে পড়েছি।

এমন আরো সংবাদ

Back to top button