ভ্রমণ

সব দেশের পর্যটকের জন্য দরজা খুলে দিল শ্রীলঙ্কা

iuবিশ্বের সব দেশের পর্যটকদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দেশটির পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। খবর সিএনএনের। পর্যটনমন্ত্রী বলেছেন, ‘শ্রীলঙ্কা প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা পর্যটনের ওপর নির্ভর করে। পর্যটনের ওপর আমাদের যেসব নাগরিকের জীবন-জীবিকা নির্ভর করে তাদের কথা বিবেচনায় নেওয়া আমাদের জাতীয় দায়িত্ব।’

পর্যটকরা শ্রীলঙ্কায় কত দিন থাকতে পারবেন দেশটি তার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা রাখেনি। তবে শ্রীলঙ্কায় পৌঁছানোর দুই সপ্তাহ সরকার অনুমোদিত হোটেল কিংবা রিসোর্টে থাকতে হবে। এর মানে হলো, যেসব পর্যটক সংক্ষিপ্ত ভ্রমণের জন্য যাবেন তাদেরকে পুরো সময় রিসোর্টে থাকতে হবে। আর যারা দীর্ঘদিন ভ্রমণের পরিকল্পনা করছেন তারা শ্রীলঙ্কার ভেতর দুই সপ্তাহ পর মুক্তভাবে ঘুরতে পারবেন।

ভ্রমণকারীদের ৯৬ ঘণ্টার মধ্যে অবশ্যই করোনাভাইরাস নেগেটিভ প্রমাণ দেখাতে হবে এবং একটি স্বাস্থ্যপত্রে স্বাক্ষর করতে হবে। শ্রীলঙ্কা পৌঁছানোর পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে পর্যটককে আরেকবার নিজের খরচে করোনা পরীক্ষা করতে হবে।

এরপর তৃতীয় পরীক্ষাটি করা হবে দ্বিতীয় সপ্তাহে। সব পর্যটককে অনলাইনে ভিসা আবেদন করতে হবে।

এমন আরো সংবাদ

Back to top button