দেশ

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভাবাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন রিভা গাঙ্গুলি দাস। শিগগিরই তিনি দায়িত্বভার বুঝে নেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নিয়োগের কথা ঘোষণা করে।

বর্তমানে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন। ১৯৮৪ সালের আইএফএস শ্রিংলা দায়িত্ব বুঝে নেবেন নভতেজ সরনার কাছ থেকে।

রিভা গাঙ্গুলি দাস ১৯৮৬ সালের আইএফএস। বর্তমানে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) মহাপরিচালক।

দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় ভারতের হাইকমিশনার পদে রদবদল আগামী বছরের শুরুতে হতে পারে। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় ভারতের হাইকমিশনার পদে যোগ দেন তিনি।

এমন আরো সংবাদ

Back to top button