দেশহাইলাইটস

আগামী ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা আসবে দেশে

dhapঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৫ বা ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা দেশে আসবে। এর পাশাপাশি ভারত সরকার উপহারস্বরূপ বাংলাদেশকে কিছু টিকা দেবেতিনি বলেন, বেসরকারি পর্যায়ে আমদানি ও টিকাদানের ব্যবস্থা রাখা হবে। তবে সেক্ষেত্রে টিকার দাম সরকার নির্ধারণ করে দেবে। এর নীতিমালাও তৈরির প্রক্রিয়া চলছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালে কিছু দুর্নীতি হয়েছে। এ দুর্নীতিবাজদের আমরা ছাড় দেইনি। আর কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের প্রতিটি সাংবাদিক করোনার টিকা পাবেন। তবে ঢাকায় অবস্থানরত সাংবাদিকরা আগে টিকা পাবেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খানসহ অন্যরা।

এমন আরো সংবাদ

Back to top button