কাহারোলে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত
দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় ৩০ জুলাই’১৮ আনুমানিক সকাল ৬ টার দিকে বাড়ির পার্শ্বে নিজ জমিতে কোদাল দিয়ে জমির আইল বাঁধার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে দিপু চন্দ্র রায় (১৯) নিহত হয়। নিহতের বাড়ি কাহারোল উপজেলার তাড়গাঁও ইউনিয়নের হাটিয়ারী গ্রামে। তার পিতার নাম নয়ন চন্দ্র রায়। সে স্থানীয় বুলিয়া বাজার কলেজের ছাত্র। এদিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও এলাকাবাসী বজ্রপাতে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। অপরদিকে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত ব্যক্তির সৎ কার্য সম্পন্নের জন্য তাৎক্ষণিক ভাবে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ হতে নগদ পঁচিশ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসার বজ্রপাতে নিহতের পরিবারকে অনুদান হিসেবে প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য নিরেন চন্দ্র রায়। কলেজ পড়–য়া ছাত্র দিপু চন্দ্র রায় এর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।