নারী ও শিশুবিদেশ

এবার সৌদিতে ‘বিচারক’ হচ্ছেন নারীরা

souএবার নিজ দেশের আদালতগুলোতে দ্রুত নারী বিচারক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাতকারে বিষয়টি জানান দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক দপ্তরের নারী ক্ষমতায়ন বিষয়ক প্রতিমন্ত্রী হিন্দ আল-জাহিদ। তিনি বলেন, বিচারক হিসেবে নিয়োগ পেতে সাধারণত কাউকে অনেক কঠিন ধাপ পার হয়ে আসতে হয়। আমি যেটা বলতে পারি, খুব দ্রুতই একজন সৌদি নারীকে বিচারকের পদ গ্রহণ করতে দেখা যাবে। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত হওয়ার পর থেকেই সৌদি আরবকে আধুনিকায়ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়নে সাহসী কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। সৌদি আরবকে কট্টরপন্থা থেকে বের করে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুবরাজ সালমান।

এরই মধ্যে নারীদের ওপর থেকে কঠোর অনেক বিধিনিষেধও তুলে নিয়েছেন তিনি। এর ফলে সৌদি নারীরা এখন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগের পাশাপাশি গাড়িও চালাতে পারে। এমনকি যেতে পারছে সিনেমা হলে। এছাড়া বিদেশ ভ্রমণেও নারীদের সঙ্গে স্বামী বা পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি থাকার বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। নারীদের বিষয়ে দেশটিতে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটি এসেছে, তা হলো বোরকা পরা নিয়ে এখন আর বাধ্যবাধকতা নেই।

এমন আরো সংবাদ

Back to top button