প্রযুক্তিহাইলাইটস

তুর্কি অ্যাপ ‘বিআইপি’ : ‘দিনে ২০ লাখ করে’ বাড়ছে ব্যবহারকারী

bbতুরস্কের অডিওভিডিও আদান-প্রদানের অ্যাপ বিআইপিতে যোগদানের হিড়িক পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক মালিকাধানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ নিজেদের গোপনীয়তার নীতিমালায় পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের এই অ্যাপে প্রতিদিন ব্যবহারকারী বাড়ছে ব্যাপক হারে।

অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি তুর্কসেলের মহাব্যবস্থাপক মুরাত এরকান সংবাদমাধ্যম ডেইলি সাবাহকে জানান, কয়েকদিন ধরে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ২০ লাখ করে নতুন ব্যবহারকারী পাচ্ছেন তাঁরা।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত তুর্কসেলের এই অ্যাপটি শুধু গুগল প্লে স্টোরেই পাঁচ কোটিবার ডাউনলোড করা হয়েছে। এ ছাড়া অ্যাপলের আইফোন ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করছেন। গুগল প্লে স্টোরে অ্যাপটি সম্পর্কে রিভিউ দিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

তুরস্কের সব সরকারি প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে বিআইপি ব্যবহার শুরু করেছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও এটি ব্যবহারের ঘোষণা দিয়েছেন।

২০০ কোটি ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ গত ৬ জানুয়ারি সব ব্যবহারকারীকে গোপনীয়তার নতুন নীতিমালায় সম্মতি জানাতে বলে। এতে বলা হয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ তাদের অন্য অ্যাপগুলো গ্রাহকদের তথ্য আদান-প্রদান করবে। মূলত এর পরই ২০১৩ সালে বাজারে আসা তুর্কি অ্যাপ বিআইপির ব্যবহারকারী হঠাৎ করে বাড়তে থাকে।

এদিকে, নিরাপত্তার প্রয়োজনে বার্তাগুলো এনক্রিপটেড থাকবে বলে জানিয়েছে ফেসবুক। সে ক্ষেত্রে ক্লাউড স্টোরেজ বা অনলাইনে বার্তাগুলোর ব্যাকআপ থাকবে। তবে যেহেতু ব্যাকআপ থাকা বার্তাগুলো পাওয়া যাবে, তাই এনক্রিপশনে খুব একটা লাভ হবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞেরা।

এমন আরো সংবাদ

Back to top button