জেলার খবর

ফুলবাড়ীতে রক্তদাতাদের সম্মননায় সভা

bijoyফুলবাড়ী: ‘যদি হই রক্ত দাতা, জয় করব মানবতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান সংস্থা দিনাজপুরের ফুলবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তদাতাদের সম্মাননায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের আহবায়ক সমাজসেবক মানিক মণ্ডল প্রমুখ।

সম্পাদনা
ওয়াহিদুল ইসলাম ডিফেন্স

এমন আরো সংবাদ

Back to top button