দেশ

জাবালে নূরের ঘাতক চালক গ্রেপ্তার হয়নি, আদালতকে পুলিশ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার মূল ঘাতক বাস চালককে গ্রেপ্তার করা যায়নি বলে আদালতকে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক প্রথম আলোকে বলেন, ঘাতক চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যে কোনো সময় গ্রেপ্তার করা সম্ভব হবে। এদিকে, গ্রেপ্তার জাবালে নূর পরিবহনের চার কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ৬ আগস্ট এই চার আসামির রিমান্ড শুনানির দিন ঠিক করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ক্যান্টনমেন্ট থানা-পুলিশ আদালতকে জানিয়েছে, গ্রেপ্তার এই চারজন জানেন, ঘাতক বাস চালক কে?

যদিও র‍্যাবের খুদেবার্তায় জানান হয়েছে মূল ঘাতক মাসুম বিল্লাহকে তারা আটক করেছেন। আর পুলিশের একটি সূত্র জানিয়েছে, র‍্যাব তিন বাসের মোট চারজনকে তাদের কাছে হস্তান্তর করেছে। মূল একজন এখনো হস্তান্তর করেনি।

আদালত সূত্র বলছে, গ্রেপ্তার চার আসামিকে আজ আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। সেখানে বলা হয়, ‘সেদিন জাবালে নূর পরিবহনের কয়েকটি বাসের চালক তাঁদের সহকারী হেলপারদের উসকানিতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসছিল। আর শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রছাত্রীরা বাসে ওঠার জন্য সেখানে দাঁড়িয়ে ছিলেন।’

মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ আদালতকে প্রতিবেদন দিয়ে জানিয়েছেন, ‘জাবালে নূর পরিবহনের মূল ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা গেলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।’

গ্রেপ্তার চার আসামি হলেন, এনায়েত হোসেন(৩৮), সোহাগ আলী (৩৫), রিপন হোসেন (৩২) এবং জোবায়ের (৩৬)। এই চারজনের ব্যাপারে পুলিশ আদালতকে জানান, সেদিন প্রতিযোগিতায় লিপ্ত বাসগুলোর মধ্যে চারজনের নাম জানার পর র‍্যাবের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে মূল ঘাতক বাস চালক এখনো পলাতক।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল রেডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়াল সড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের তিনটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (১৬)।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এমন আরো সংবাদ

Back to top button