জেলার খবর

প্রশিক্ষণ জনশক্তিকে জনসম্পদে পরিণত করে

ভিডিপি পুরুষ সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক, কুড়িগ্রাম

৩১ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ভিডিপি সদস্যদের উদ্দ্যেশে অতিথি বক্তা হিসাবে বক্তব্য প্রদান কালে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বলেন “প্রশিক্ষণ একদিকে যেমন জনশক্তিকে জনসম্পদে পরিণিত করে, তেমনি সামরিক প্রশিক্ষণ দেশের আইন-শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনসার বাহিনী তাদের সদস্য-সদস্যাদেরকে সামরিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কারিগরী প্রশিক্ষণ প্রদান করে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করেছে”। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, রাজারহাটের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, ভূরুঙ্গামারীর উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম।

২১দিন মেয়াদি ১ম ধাপ প্রশিক্ষণ কোর্সটি ১৪ জুলাই শুরু হয়। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৯০ জন পুরুষ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। চলমান প্রশিক্ষণসমূহের বিভিন্ন দিবসে বিষয়ভিত্তিক অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মোস্তাফিজার রহমান প্রধান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হাসান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক চন্দন গুহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক।

এমন আরো সংবাদ

Back to top button