সাহিত্য

দেশ মাতার সার্বভৌমত্ব

kobuহে দেশ মাতা তোমার সার্বভৌমত্ব রক্ষায়;
তোমার ছেলেরা এখনও বেঁচে আছে।
’৭১র শহীদদের আত্মত্যাগের কথা তারা যে ভুলে নি !
তোমার স্বাধীনতা, তোমার সন্তানরা করবে রক্ষা।
এই দেশ আমরা করব রক্ষা।
আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত,
হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ আগে।
এদেশের মানুষের জীবন রক্ষায় সবাই আমরা এক ;
এদেশ মাতার সম্মান রক্ষায় আমরা এক।
সব অবিচার, সব অন্যায়, সব দুর্নীতির হবে শেষ।
মানুষের ঐক্য, দেশের উন্নতি আজ একান্ত কাম্য।
দেশ ! দেশ! এক দেশ- সে যে সোনার বাংলাদেশ।
স্বাধীনতায় অবিচল এ দেশ,
সব মানুষের অধিকার রক্ষার দেশ।
আমাদের দেশ মাতা সার্বভৌম বাংলাদেশ ।

এমন আরো সংবাদ

Back to top button