অর্থনীতিহাইলাইটস

বিদেশফেরতদের তালিকা করে বিশ্বব্যাংকের ঋণে পুনর্বাসন

probash mail বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। দেশব্যাপী বিদেশফেরত কর্মীদের তালিকা তৈরি করা হবে। এছাড়া বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় এসব কর্মীদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।  ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প’ চলতি সময় থেকে ২০২৫ সালের নভেম্বর মেয়াদে ৪৩০ কোটি ৫২ লাখ টাকায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ৪২৫ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-সহকারী পরিচালক মো. নবীর হোসেন  বলেন, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বিদেশফেরত কর্মীরা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে আছে। বিদেশফেরত কর্মীদের একটা সঠিক ডাটাবেজও তৈরি করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্র জানায়, প্রকল্পের মাধ্যমে বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের তালিকা তৈরি করা হবে। বাছাই করা কর্মীদের ওরিয়েন্টেশান ও কাউন্সেলিং করে এককালীন ক্যাশ ইনসেনটিভ দেওয়া হবে। যেন বিদেশফেরত শ্রমিকেরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে উপযুক্ত চাকরি অথবা ব্যবসায় সম্পৃক্ত হতে পারেন। তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং ঋণ সহায়তা পেতে সহযোগিতা করার ব্যবস্থা নেওয়া হবে।

এমন আরো সংবাদ

Back to top button