যুক্তরাষ্ট্র আ. লীগের ভার্চুয়াল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ হাসিনা সরকারের ‘একযুগ পূর্তি’ উপলক্ষে
নিউইয়র্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৌরবময় সাফল্যের ‘একযুগ পূর্তি’ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল ইসলাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ঈমাম ও খতিব মাওলানা রহমত উল্লাহ। উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জানুয়ারী) ছিলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পণ। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। খবর ইউএনএ’র।
গত ৬ জানুয়ারী বুধবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ড. সিদ্দিকুর রহমান। যুক্তরাস্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধি-কে এসব তথ্য জানান।
অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান তার স্বাগত বক্তব্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, বার বার দরকার শেখ হাসিনার সরকার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা বিকল্প নেই। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। ড. সিদ্দিক সরকারের একযুগ পূর্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীঘায়ু কামনা করেন।
এছাড়াও অন্যান্য বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন-আগ্রগতি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন বলে দুলাল মিয়া এনাম জানান।
শেখ হাসিনা সরকারের ‘একযুগ পূর্তি’র আলোচনা অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদদীন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন ও আব্দুল হাসিব মামুন প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম। প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, কার্যকরী সদস্য সাহানারা রহমান ও আলী হোসেন গজনবী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ নবী বাকি, নিউজার্সী স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের, সভাপতি জেহাদুল হক জিহাদ ও সাধারণ সম্পাদক, হূমায়ুন আহমেদ চৌধুরী, পেন্সিলভেনিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের ও সাধারণ সম্পাদক আবু সাইদ খান, মিশিগান ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, জর্জিয়া ষ্টেট আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল তালুকদার নাহিদ। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগে সহ- সভাপতি মোহাম্মদ শাহিন, মিজানুর রহমান, নিউইয়ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী, সেন্ট্রেল ফ্লরিডা আওয়ামী লীগ নেতা শাওন প্রজা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম, ষ্টেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী লিটন, ছাত্রলীগের সাবেক নেতা হেলাল মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবদিন জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল হক রাসেল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের শফিকুর রহমান সাফাত, শরীফ আহমেদ, শাহারিয়ার তুষার, শায়েক হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছদর উদদীন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আইটি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।