প্রযুক্তিহাইলাইটস

এবার বিশ্বজুড়ে আসছে শাওমি এমআই ১১

fশুধু চীনে নয়, সারা বিশ্বেই এবার এমআই ১১ লঞ্চ করবে শাওমি। ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ এখনো নির্দিষ্ট করে যায়নি, তবে শিগগিরই চীনের বাইরেও পাওয়া যাবে এমআই ১১। টাইমস অব ইন্ডিয়া, গত বছরের একেবারে শেষে এসে শুধু চীনের মার্কেটে এমআই ১১ নিয়ে আসে শাওমি। এই ফ্ল্যাগশিপ ফোনের দাম শুরু হচ্ছে ৩ হাজার ৯৯৯ ইউয়ান দিয়ে, বাংলাদেশি মুদ্রায় যা ৫২ হাজার টাকার বেশি।

কালো, নীল, স্মোক পার্পল এবং সাদা, কয়েকটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এছাড়াও ফোনটির একটি বিশেষ লেই জুন সিগনিচার এডিশন রয়েছে, যার ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ অপশন রয়েছে।

ফোনটির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল এর কোয়ালকম স্ন্যাগড্রাগন ৮৮৮ প্রসেসর। এমআই ১১ হ্যান্ডসেটে ৬.৮১ ইঞ্চির ডব্লিউকিউএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক্সেল রেজোলিউশন ৩২০০x১৪৪০। অ্যামোলেড স্ক্রিনের এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। এছাড়াও চমৎকার এই স্ক্রিনে রয়েছে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট, পি থ্রি কালার স্পেকট্রাম এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। ক্যামেরা সেটআপে দুর্ধর্ষ এই এমআই ১১-এ ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। শাওমির এ নতুন ফোনে ৪ হাজার ৬০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা কুইক চার্জ ফোর প্লাস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এমন আরো সংবাদ

Back to top button