আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রীর নিজস্ব কোনো ফেসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাঁর নামে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।
এরপরই গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।